ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাগেরহাটের রামপালের বগুড়া নদীর বেড়ীবাঁধ ভেঙ্গে ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলার হুড়কা ইউনিয়ন পড়ের এই বেরিবাঁধ ভেঙ্গে ৯১৭টি চিংড়ি খামারের ভেসে গেছে প্রায় কোটি টাকার চিংড়ি মাছ। লোনা পানি ঢুকে ফসলেও ব্যাপক ক্ষতি হয়েছে।
রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবীর হোসেন জানান, বেরিবাঁধ ভাঙ্গার খবর পেয়ে বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বাঁধ ভেঙ্গে এলাকা পরিদর্শন শেষে পানিবন্দি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ও বাঁধ মেরামতের কাজেও অংশ নেন।
এদিকে জলোচ্ছ্বাসে রামপাল উপজেলার সার্বিক ক্ষয়ক্ষতি নিরুপণে বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন বলেও জানান তিনি।