English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

খুলনায় চার হাসপাতালে ২৪ জনের মৃত্যু

- Advertisements -

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘন্টায় (রবিবার সকাল ৯টা) করোনায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। যা গত আট দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন সাতজনের মৃত্যু হয়। জানা যায়, এর আগে ৯ জুলাই খুলনার চার হাসপাতালে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়। এছাড়া ১৭ জুলাই ১১ জন, ১৬ জুলাই ১৩ জন ও ১৫ জুলাই আরও ১৯ জন মারা হয়।

গত ২৪ ঘন্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনার দিঘলিয়ার জাহানারা (৬০), নবীজা (৭০), শিরোমনি এলাকার মীর আ. গফ্ফার (৯০), বাগেরহাট মোল্লাহাট চাঁন মিয়া (৬৫), হাফিজ শেখ (৫৭), যশোর ঝিকরগাছার মুক্তা (৩০), ঝিনাইদহের মহাম্মদপুর এলাকার হোসনেআরা (৫০) ও পিরোজপুর কাউখালি হাসি রানী (৫০), গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন খুলনার তেরখাদার দাউদ আলী তালুকদার (৮০), শিরোমনি এলাকার মাহমুদুর রহমান (৯১), কয়রা হাতিয়ারডাঙ্গার নীতিশ কুমার বাছাড় (৬৫), যশোর সদর এলাকার রোজি (৬৫), আবু নাসের হাসপাতালে মারা গেছেন খুলনার দিঘলিয়ার সুলায়মান (৮০), পাইকগাছার জমিরউদ্দিন (৭৫), যশোর শার্শার কুতুবুদ্দিন (৭৫) এবং খুলনা জেনারেল হাসপাতালে বটিয়াঘাটার সুচিত্রা (৬০) ও নড়াইল লোহাগড়ার শামসুন্নাহার (৫৫) করোনায় মারা গেছেন।

জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমান রোগী ভর্তি রয়েছে ৪০৮ জন। ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৬ জন।
খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গতকাল ৬০৩ জনের নমুনা পরীক্ষায় ১৫৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৪৫৮ জনের নমুনা পরীক্ষায় ১৪০ জনের নমুনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটের ৮, সাতক্ষীরা ১, যশোর ২, নড়াইল ১ ও পিরোজপুরের ১ জন করোনা শনাক্ত হয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন