বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা বিভাগের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মিজানুর রশীদের সাথে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।
রোববার বিকেলে শিরোমনির বাদামতলাস্থ বিআরটিএ খুলনা কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতে উপ পরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিসচার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, সাধারণ স¤পাদক মাহবুবুর রহমান মুন্না, দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিসচা নেতা মো. সাইফুল ইসলাম ও নিসচার সাংগঠনিক সম্পাদক ফারহানা চৌধুরী কনিকা প্রমুখ।
মতবিনিময় সভায় আগামী শুক্রবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস খুলনায় কিভাবে সফল করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় ইঞ্জিনিয়ার এ কে এম মিজানুর রশীদ জেলা প্রশাসন, বিআরটিএ ও নিসচা এক সাথে নিরাপদ সড়ক দিবস পালন করলে ভালো হয় বলে মত প্রকাশ করেন।
তিনি নিসচার সাথে এক যোগে সড়ক দূর্ঘটনারোধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।