‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’, প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ পালন করার লক্ষ্যে কেশবপুরের উপজেলা নির্বাহী অফিসার ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা নুসরাত জাহান মহোদয়ের সাথে বুধবার তার অফিসে নিসচা কেশবপুর শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনার রশীদ (বুলবুল), যুগ্ন-আহবায়ক মোঃ আব্দুল মান্নান, শাখার সদস্য সচিব মোঃ সাগর পারভেজ, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, যশোর জেলার সাধারণ সম্পাদক ও নিসচা কেশবপুর শাখার উপদেষ্টামন্ডলির সদস্য রমেশ দত্ত এবং কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি ও উপদেষ্টা মোঃ আশরাফুজ্জামান প্রমুখ।
সভায় আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন