বিশ্বঐতিহ্য সুন্দরবনের ধানসাগর ক্যাম্প এলাকায় আগুন লেগেছে। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলাধীন সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জ এলাকায় বনে ওই আগুনের ঘটনা ঘটে। বন বিভাগের সদস্যরা সোমবার দুপুরে আগুন জ্বলতে দেখে বনে। আগুন যাতে দ্রুত বনে ছড়িয়ে পড়তে না পারে এ জন্য প্রায় ৫ কাঠা এলাকা জুড়ে ফায়ার লেন কাটা হয়েছে। ফায়ার ব্রিগেট, বন বিভাগ, পুলিশ এবং গ্রামবাসী প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বনের দুই কাঠা এলাকার গাছের ডালপালার কিছু ক্ষতি হয়েছে বলে বন বিভাগ জানান।
বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে বন বিভাগের ধারণা। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বন বিভাগ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। খবর পেয়ে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাগেরহাটের শরণখোলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা লিডার এস এম আব্দুল ওদুদ জানান, বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে তারা বেলা আড়াইটার দিকে বনে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়।
আগুন যাতে বনের মধ্যে জড়িতে পড়তে না পারে এজন্য প্রায় ৫ কাঠা এলাকা জুড়ে ফায়ার লেন কাটা হয়েছে। আগুন নিভাতে প্রায় দুই কিলোমিটার দুরে ভোলা নদীতে পাইপ বসিয়ে পানি আনা হয়। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভাতে তাদের সাথে বন বিভাগ, পুলিশ এবং গ্রামবাসী অংশ নেয়। বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে তার ধারণা।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, দুপুরে বনের ধানসাগর ক্যাম্প এলাকায় আগুন জ্বলতে দেখে বন বিভাগের স্টাফরা। আগুন দেখে দ্রুত নেভানোর কাজে অংশ নেয়। আগুন যাতে ছড়াতে না পারে এজন্য বনের মধ্যে ফায়ার লেন কাটা হয়। বিকাল ৫টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়েছে। আগুনে দুই কাঠা বন ভূমির গাছের কিছু ডালপাল এবং লতাপাতা পুড়ে গেছে। ওই এলাকায় বড় কোনো গাছপালা নেই। আগুনে বন্য প্রাণীর কোনো ক্ষতি হয়নি বলে ডিএফও জানান।
ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেন আরো জানান, আগুনে বনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত জানতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এনামুল হককে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।