ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করেছেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বুধবার দুপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হরিণাকুন্ডু উপজেলার নারায়নকাদী গ্রামের ইউপি সদস্য আক্তারের অবৈধ বালি উত্তোলন স্থাপনা উচ্ছেদ ও উত্তোলনকাজে ব্যবহারিত তিনটি স্যালোমেশিন জব্দ করেন জেলা প্রশাসক।
এসময় আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের পাইপ ও ব্যরেল সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেন।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন , উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিসা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) রিজিয়া আক্তার চৌধুরী, হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লাসহ অন্যান্যরা।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ অবৈধ বালু উত্তোলনকারী ইউপি সদস্য আক্তারসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন