English

16 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

মেহেরপুরে ৬টির মধ্যে ৩টিতে আ’লীগের জয়

- Advertisements -

মেহেরপুরে রবিবার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাংনী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের মধ্যে দুজন আওয়ামী লীগের, একজন বিদ্রোহী ও একজন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া মেহেরপুর সদর উপজেলার ২টি ইউনিয়নের মধ্যে একটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী, অপরটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

মেহেরপুর সদর উপজেলায় কুতুবপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী সেলিম রেজা নির্বাচিত হয়েছেন ১৬ হাজার ৫৭৪ ভোট পেয়ে। বুড়িপোতা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শাহ জামান ১২ হাজার ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলম হোসাইন ৭ হাজার ১১ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া ষোলটাকা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন পাশা ৪ হাজার ৯৩১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। রাইপুর ইউপি আওয়ামী লীগের প্রার্থী গোলাম সাকলায়েন ছেপু ৫ হাজার ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে ধানখোলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন