English

16 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

মজিদপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

- Advertisements -

আলমগীর হোসেন: যশোরের কেশবপুরের মজিদপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) দুপুরে ওই ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষে ইউনিয়নের বাগদহা মহিউস সুন্নাহ কওমী মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ওই সভা শেষে উপস্থিত ইউনিয়ন বিএনপির সদস্যদের মতামতের ভিত্তিতে ৩১ সদস্যের ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

থানা বিএনপির যুগ্ম-আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর থানা, পৌর ও থানাধীন ১১টি ইউনিয়ন বিএনপি গঠনের দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জাফর সাদিক, যশোর নগর বিএনপির আহবায়ক সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ, থানা বিএনপি’র আহ্বায়ক মশিয়ার রহমান।

মজিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ন-আহবায়ক চেয়ারমান প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ুন কবীর সুমন, থানা বিএনপির সদস্য আলাউদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা ইব্রাহিম হোসেন, মাস্টার রবিউল আলম, আব্দুল লতিফ, ভ্যান্ডার সহিদুজ্জামান সহিদ।

থানা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভা শেষে উপস্থিত ইউনিয়ন বিএনপির সদস্যদের মতামতের ভিত্তিতে আব্দুর রহমানকে আহ্বায়ক, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, ইব্রাহিম হোসেন, রবিউল আলম, সাহিদুজ্জামান সাইদ, হাবিবুর রহমান হাজী, আবু সাঈদ, আব্দুল লতিফ, ইউপি সদস্য মোহাম্মদ আলী, আসাদুজ্জামান আসাদকে যুগ্ম-আহবায়ক করে ৩১ সদস্যের ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন