নিরাপদ সড়ক চাই, আান্দোলনের প্রতিষ্ঠাতা চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মীনি জাহানারা কাঞ্চনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে নিরাপদ সড়ক চাই’ বাগেরহাট জেলা শাখার আয়োজনে বাগেরহাট ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজ আল আসাদ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন।
নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, বাগেরহাট আন্তঃ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীণ, বাগেরহাট ট্রাফিক ইনস্পেক্টর (প্রশাসন) মামুন অর রশীদ।
বক্তারা বলেন, প্রতিদিনই সারাদেশে সড়ক দূর্ঘটনায় কেউ না কেউ মারা যাচ্ছেন। আর এই মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে স্বজন হারা হচ্ছেন মানুষ, নিস্ব হচ্ছে কোন না কোন পরিবার। আমরা এই মৃত্যুর মিছিল বন্ধ করতে চাই।এটা করতে হলে সড়ক পরিবহন আইন-২০১৯ এর সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের সড়কে চলাচলকারি বিভিন্ন যানবাহনের লাইসেন্স ও ফিটনেসের নিশ্চয়তা দিতে হবে। চালকদের ড্রাইভিং লাইসেন্স গ্রহন করতে হবে।সকল মটর সাইকেল চালককে হেলমেট পড়ে গাড়ি চালানোর আহবান জানান বক্তারা।
নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই বাগেরহাটের সহ-সভাপতি মুখার্জী রবিন্দ্রনাথ, তানিয়া খাতুন, সহ-সাধারণ সম্পাদক এইচ এম মইনুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুল হক, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সীতা রানী দেবনাথ, যুব বিষয়ক সম্পাদক লিটন সরকার, অর্থ সম্পাদক এসএস শোহান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাদু, সদস্য সাদিয়া আফরোজ, এ্যাড. সাজ্জাদ হোসেন, মনিরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, তানজীম আহমেদ, শহিদুল ইসলাম, আবু বকর সিদ্দিক, কাজী মাহমুদুল করিম, সরদার আল আমিন, আহনাফ আদেল হায়দার অনিরুদ্ধসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন