English

27 C
Dhaka
শনিবার, এপ্রিল ৫, ২০২৫
- Advertisement -

বাগেরহাটের শরণখোলায় জব্দ ইলিশ খাবে মাদরাসার এতিমরা

- Advertisements -

বাগেরহাটের শরণখোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় এক ট্রলারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘এফবি আল্লাহর দান’ নামের ট্রলার জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতুনে জান্নাত।

ওই ফিশিং ট্রলারে বেশকিছু ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ পাওয়া যায়। সাগর থেকে ফিরতে দেরি হওয়ায় মাছসহ ট্রলাটি উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা এলাকায় অবস্থান করছিল।

উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, গাবতলা ঘাটে ট্রলারটি দেখে তাদের সন্দেহ হয়। এ সময় তল্লাশি করে মাছ পাওয়ায় ট্রলার ও মাছ জব্দ করে মৎস্য বিভাগের হেফাজতে নেওয়া হয়। পের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।

মৎস্য কর্মকর্তা জানান, ট্রলারটির মালিক দক্ষিণ সাউথখালী গ্রামের আলম হাওলাদার। ওই ট্রলারে এক মণ ইলিশ এবং আরো প্রায় এক মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ছিল। পরে মাছগুলো স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ট্র্রলার মালিক আলম হাওলাদার জানান, ট্রলারটির ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় তারা সময়মতো সাগর থেকে ফিরতে পারেনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন