English

35 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
- Advertisement -

বন্ধুরা মিলে মদ পানে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৮

- Advertisements -

সাতক্ষীরার আশাশুনিতে ঈদের রাতে বিষাক্ত মদ পান করে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মদ পানে অসুস্থ আরও ৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

মৃতরা হলেন তেতুলিয়া গ্রামের নাজমুল হোসেন (৩৫), টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের ইমরান হোসেন (২৫)। অসুস্থরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, আশাশুনিসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, গত সোমবার ঈদের রাতে আশাশুনি উপজেলার কাঁদাকাটি ইউনিয়নের কাঁদাকাটি গ্রামের তেতুলিয়া বাজার সংলগ্ন পঞ্চপল্লী মহাশ্মশানে বসে ১৫-১৬ বন্ধু মিলে মদ পান করেন। পরে রাতে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। ভোরে তাদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তিনজনের মৃত্যু হয়। অসুস্থদের অবস্থা আশঙ্কাজনক।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন বলেন, ‘তিনজনের মৃত্যুর খবর পেয়েছি।’

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রসুন কুমার বলেন, আশাশুনি হাসপাতালে ভর্তি অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বাকি দুজন অন্য হাসপাতালে মারা গেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন