ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা যায় ৭ জন। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় ৩৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। শনাক্তের হার ২৭ দশমিক ১ শতাংশ। গত কয়েক দিনের তুলনায় ফরিদপুর জেলায় করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমেছে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোঃ সাইফুর রহমান জানান, বর্তমানে হাসপাতালে ১৩৭ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন ১৫ জন।