নিরাপদ সড়ক চাই (নিসচা)র চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন খুলনার পথে রওনা দিয়েছেন। আগামীকাল খুলনায় নিরাপদ সড়ক চাই এর কর্মসূচিতে অংশগ্রহন করার জন্য তিনি আজ নিসচা কেন্দ্রীয় কমিটির একটি টিম নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। আগামীকাল নিরাপদ সড়ক চাই এর আয়োজনে খুলনায় গাড়ি চালক প্রশিক্ষণ ও প্রশিক্ষাণ শেষে একটি সুধি সমাবেশে অংশগ্রহন করবেন ইলিয়াস কাঞ্চন।
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চলছে নিসচার মাসব্যাপী কর্মসূচি আগামীকাল কর্মসূচির শেষ দিন। ১লা অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ইলিয়াস কাঞ্চন কেন্দ্রীয় কমিটির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন এরপর ধারাবাহিক ভাবে নানা কর্মসূচি পালিত হতে থাকে। আগামীকাল খুলনায় কর্মসূচি পালনের মধ্যদিয়ে ইলিয়াস কাঞ্চন এই মাসব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষনা করবেন।
খুলনা সফরে ইলিয়াস কাঞ্চনের সাথে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, মহাসচিব এস এম আজাদ হোসেন, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুর রাজ্জাক উপস্থিত রয়েছেন।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাসব্যাপী নিসচার কেন্দ্রীয় কমিটি সহ সারাদেশে থাকা সকল শাখা যেসকল কর্মসূচি পালন করেছে তার ভেতর উল্লেখযোগ্যগুলো হলো, ফ্রি হেলমেট বিতরণ, সড়কে যানবাহনে চলাচলের জন্য করণীয় সচেতনতামূলক লিফলেট বিতরণ, ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচেতন করতে শিক্ষার্থী সমাবেশ, সেফটি জ্যাকেট বিতরণ, মোটর শ্রমিকদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ, রাস্তায় যানবাহন চলাচলে এবং পথচারী পারাপারে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং-এ রঙ করা, যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পেইন, সড়ক নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলন, শিক্ষথীদের মাঝে শিক্ষা উপকরণ দেওয়া, সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা, শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা, অভিভাবক সমাবেশ, মা সমাবেশ, চালক প্রশিক্ষণ কর্মশালা, গোলটেবিল বৈঠক, র্যালি ও সমাবেশ, স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময়, সড়কের গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন, অবৈধ রেল ক্রসিংয়ে সতর্কতামূলক সাইন বোর্ড স্থাপন, ভাঙ্গা রাস্তা মেরামত, অসহায় পরিবহন শ্রমিকের পরিবারে সহায়তা প্রদানসহ নানাবিধ কাজ।