ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কাসেম বিশ্বাস (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ছোট মৌকুড়ী গ্রামে। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত মনসুর বিশ্বাসের ছেলে। তিনি পেশায় রঙ মিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার ছোট মৌকুড়ী গ্রামে শনিবার সকাল ১১টার দিকে একটি মেহগনি বাগানের মধ্যে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এসময় লাশের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করেছে পুলিশ। অভাবগ্রস্ত কাশেম সাংসারিক দায়-দেনার কারণে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন