ঝিনাইদহে আব্দুল আলিম (৫০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে বিলের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হরিণাকুন্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের মৃত মুনসাদ আলীর ছেলে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, জেলার সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে বিলের মাঠের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আব্দুল আলিমের মৃতদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন