ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে মোছা. নার্গিস খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে তার মৃত্যু হয়। নার্গিস সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নাছির উদ্দীন মন্ডলের স্ত্রী।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, গত ১১ সেপ্টম্বর করোনা উপসর্গ নিয়ে নার্গিস খাতুন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। ১৩ সেপ্টম্বর তার করোনা রিপোর্ট পজিটিভ আসলে তাকে ঝিনাইদহ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় নার্গিস খাতুন শনিবার ভোরে মারা যান।
ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামের নেতৃত্বে নিজ গ্রামে দাফন করা হয়। এই নিয়ে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত লাশ দাফন কমিটি ৫৭ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করলো।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন