করোনা হতে মুক্তির জন্য বলেশ্বর নদীর কাছে কেঁদে কেঁদে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার চরডাকাতিয়া গ্রামের বিশ্বাসীগণ।
বিগত প্রায় ২০০ বছরের ঐতিহ্য চৈত্র সংক্রান্তির ‘নীল চড়ক’ উৎসব এবার অনাঢ়ম্বরভাবে করোনার প্রার্থণায় পরিণত হয়। বন্ধ রয়েছে ঐতিহ্যবাহী ডাকাতিয়ার চৈত্রের মেলা।
আজ বৃহস্পতিবার চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের ডাকাতিয়া সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি রমেশ বিশ্বাস জানান, করোনার বিধি-নিষেধ মানতে এবার ২০০ বছরের ঐতিহ্যবাহী ডাকাতিয়ার চৈত্রের মেলা রয়েছে। রীতি মানতে অনাঢ়ম্বরভাবে পাট নৃত্য, ধারালো দায়ের উপর নৃত্য শেষে বলেশ্বর নদীর কাছে বিশ্বাসীগণ প্রার্থণা করেছেন। যাতে করোনার মহামারী হতে বাংলাদেশসহ বিশ্ববাসী রক্ষা পায়।