English

28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
- Advertisement -

খুলনায় কেডিএ অধিনস্থ সড়ক সংষ্কারের দাবিতে নিসচা খুলনা মহানগর শাখার পদযাত্রা

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) দুপুরে মহানগরীর পাওয়ার হাউজ মোড় থেকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ভবন পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। কেডিএর অধিনস্থ খুলনা মহানগরীর প্রবেশপথ রূপসা-শিপইয়ার্ড-লবনচরা সড়ক, সোনাডাঙ্গাস্থ এম এ বারি লিংক সড়ক অবিলম্বে সংস্কার এবং কেডিএর অধিনস্থ নগরীর সকল সড়ক অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর ও সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থের হিসাব প্রদানের দাবিতে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

পদযাত্রা শেষে কেডিএর সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় পদযাত্রায় বক্তব্য রাখেন- খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, বাংলাদেশ জাসদ খুলনা মহানগর সভাপতি রফিকুল হক খোকন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা নগর নেতা মিজানুর রহমান বাবু, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড. মো: বাবুল হাওলাদার, ইসলামী আন্দোলন খুলনা মহানগর সাধারন সম্পাদক শেখ মো: নজরুল ইসলাম, নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, লবনচরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন তুহিন, উন্নয়ন কর্মী আফজাল হোনের রাজু, নিসচা’র সহ-সভাপতি আব্দুস সালাম শিমুল, সহ-সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন তালুকদার সোহাগ, সাংগঠনিক সম্পাদক ফারহানা চৌধুরী কনিকা, মহিলা সম্পাদক শিরিনা পারভীন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা এহতেশামুল হক শাওন, উন্নয়ন কর্মি মো: মিরাজ আলী সাদী, নিসচার সহ-সাধারণ সম্পাদক মো: রকিবউদ্দিন ফারাজী, অর্থ সম্পাদক মো: নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক এম মোস্তফা কামাল, প্রচার সম্পাদক মো: সোলায়মান হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মনিরুল ইসলাম সাগর, যুব বিষয়ক সম্পাদক আহসান পারভেজ তুরান, কার্য্যনির্বাহী সদস্য বনানী আফরোজা, মো: আবু মুছা, মো: শামীম হোসেন, তানিয়া সুলতানা, মাহমুদা আক্তার লিজা, কাজী রাসেল, মোয়াজ্জেম হোসেন, বিপ্লবী কাজী খলিল, দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের সদস্য মো. আব্দুল্লাহ, ইঞ্জিনিয়র মো. মুরসালিন।

সমাবেশে বক্তরা বলেন, খুলনায় প্রবেশের গুরুত্বপূর্ণ সড়ক শিপইয়ার্ড, সোনাডাঙ্গার এমএ বারি লিংক সড়ক ও মুজগুন্নী মহাসড়ক এখন মরণ ফাঁদে পারিণত হয়েছে। এই সড়ক চলাচলের জন্য একেবারেই অনুপযোগী। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কগুলো হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা এবং কাঁদায় একাকার। প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। সড়কগুলোতে চলাচল করতে গিয়ে নষ্ট হচ্ছে যানবাহনও। প্রতিদিন লাখো মানুষের আসা-যাওয়ার এই সড়কগুলো এখন নানা দুর্ঘটনার কেন্দ্রস্থল। প্রতিদিনিই কেউ না কেউ এ সড়কগুলোতে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শিপইয়ার্ড সড়কের চার লেনদেন কাজের জন্য অর্থ বরাদ্দ দিলেও কেডিএ এর গাফিলতিতে কাজ শুরু হচ্ছে না। ফলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়কের যাত্রীদের।

অবিলম্বে রাস্তাগুলো সংস্কারের কাজ দৃশ্যমান না হলে প্রধানমন্ত্রি বরাবর স্মারকলিপি পেশ, অবরোধ ও কেডিএ ঘেরাও করার ঘোষনা দেন বক্তারা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন