বাগেরহাটে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নিরাপদ সড়ক চাই- বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে সংগঠনটির বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে শহরের দশানী ট্রাফিক মোড়সহ বিভিন্ন স্থানে যানবাহন চালক, শ্রমিক ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময়, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মামুন অর রশীদ, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, সাধারণ সম্পাদক সরদার আব্দুর রব, অর্থ সম্পাদক এস.এস শোহান, দপ্তর সম্পাদক মাসুদুল হক, সদস্য সাদিয়া আফরোজ, ব্যবসায়ী রিয়াদুল ইসলাম, মোঃ শহিদুল ইসলামসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রায় সহস্রাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পথচারীদের মাস্ক ব্যবহারের গুরুত্ব জানানো হয়।