খুলনার তেরখাদা উপজেলার বলরধনা এলাকার মৎস্য ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- উপজেলার আদমপুর গ্রামের মিল্টন শেখের ছেলে আরমান শেখ (৭) ও আর্জুনা এলাকার মো. আরিফ শেখের ছেলে ইব্রাহিম শেখ (৮)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার সকালে আরমান শেখ আদমপুর থেকে চাচার বাড়িতে বেড়াতে যায়। পরে চাচা-ভাতিজা নৌকাযোগে বাড়ির পাশের মৎস্য ঘেরে শাপলা তুলতে যায়। একপর্যায়ে পানিতে পড়ে আরমান হাবুডুবু খেতে থাকে। তাকে তুলতে গেলে ইব্রাহিমও পানিতে পড়ে যায়। তাদের কোথাও খুঁজে না পেয়ে নৌকা দেখে পানিতে সন্ধান করে দুইজনের মরদেহ উদ্ধার করেন স্বজনরা। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
তেরখাদা থানা পুলিশের ওসি স্বপন কুমার রায় বলেন, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। অনুসন্ধানে জানতে পেরেছি নৌকা নিয়ে ঘেরে শাপলা তুলতে গেলে পানিতে ডুবে মৃত্যু হয় দুই শিশুর। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন