কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিশাডরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে লরি থেকে পেট্রোল আনলোড করার সময় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। বিষয়টি ভেড়ামারা ফায়ার স্টেশনকে জানানো হলে ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় ওই ফিলিং স্টেশনের কর্মরত দুইজন কর্মচারী গুরুতর দগ্ধ হন। দগ্ধ দু’জনকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।