English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

অভয়নগরে বোমা ও গান পাউডার উদ্ধার

- Advertisements -

যশোরের অভয়নগর উপজেলায় বোমা কারিগর শহিদুল ইসলাম শপ্পার বাড়ি থেকে ৩০টি বোমা উদ্ধার করেছে র‌্যাব-৬। এ সময় বোমা তৈরির কাজে ব্যবহৃত প্রায় দেড় কেজি গান পাউডার উদ্ধার করে র‌্যাবের অভিযানিক দল।

র‌্যাবের গোয়েন্দা বিভাগের দেওয়া তথ্য মতে, শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত র‌্যাব যশোর-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মাহাফুজুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল শপ্পার বাড়ি ও তার আশপাশে অভিযান শুরু করে। পরে তারা শপ্পার বাড়ির পাশের ডোবা থেকে ৩০টি বোমা ও দেড়কেজি গান পাউডার উদ্ধার করে। উদ্ধার অভিযান শেষে র‌্যাব সদর দপ্তর থেকে থেকে পাঁচ জন বোমা ডিসপোজাল বিশেষজ্ঞ এনে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

র‌্যাব-৬ খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোস্তাক আহম্মেদ জানান, বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটনোর উদ্দেশ্যে শক্তিশালী ৩০টি গ্রেনেড বোমা তৈরি করেছিল বোমা কারিগর শহিদুল ইসলাম শপ্পা। গত ১৪ সেপ্টেম্বর নিজ ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে শপ্পা আহত হন এবং পরদিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর বিষয় নিয়ে ছায়া তদন্ত শুরু করে র‌্যাবের একটি গোয়েন্দা দল।

এ ঘটনায় অভয়নগর থানা পুলিশের মামলায় শপ্পার স্ত্রী কারাগারে রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন