গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ঘাসে অতিরিক্ত নাইট্রেট ও মিশ্র ব্যাকটেরিয়ার সংক্রমণে ১১ জেব্রার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে।
বুধবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এ ঘটনায় কমিটির সুপারিশ অনুযায়ী ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম দিকে তিনটি জেব্রার মৃত্যু ধামাচাপা দিতে এগুলোর পেট কাটা হয়েছে। কে বা কারা তা করেছে বিষয়টি বের করে আনতে নিবিড় তদন্তের কথা বলেছে কমিটি।
মন্ত্রী বলেন, এতগুলো জেব্রার অস্বাভাবিক মৃত্যুর পরও জরুরিভিত্তিতে মেডিকেল বোর্ডের সভা আহ্বান করা হয়নি; যা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বহীনতার শামিল। বিষয়টিকে রহস্যজনক বলে উল্লেখ করেছেন তিনি।