সোমবার মন্ত্রিসভার পরিবর্তন করেননি। ঢেলে সাজিয়েছেন জেলার সংগঠন। সাতটি নতুন জেলার অনুমোদন করেছেন মন্ত্রিসভার বৈঠকে। তবে, এই বৈঠকের শেষে বলেছেন, বুধবার বিকেল চারটায় তিনি ফের মন্ত্রিসভার বৈঠক ডাকছেন। পাঁচ-ছয়জন নতুন মন্ত্রি আসছেন। সুব্রত দা, সাধন দার শূন্যপদ পূরণ করতে হবে। একা আমি সব দায়িত্ব পালন করবো তা হয় না। দায়িত্ব ভাগ করে দেবো। একজনের হাতে অনেক দপ্তর থাকলে কাজ ভালো হয় না। এবার থেকে সেই দিকটাও দেখতে হবে।
তিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ধারিত এক ব্যক্তি এক পদ নীতিতেই যাচ্ছেন তা স্বীকার না করলেও বুধবার অনেক সিনিয়র মন্ত্রীই তাঁদের কিছু দপ্তর হারাবেন। মমতার ইঙ্গিত অনুযায়ী, চাকরি হারাতে পারেন সৌমেন মহাপাত্র ও পরেশ অধিকারী। নতুন মন্ত্রী হতে পারেন বাবুল সুপ্রিয়, তাপস রায়, পার্থ ভৌমিক, স্নেহাশীষ চক্রবর্তী ও উদয়ন গুহ। বেশ কয়েকটি দপ্তরে রদবদলও হবে। তবে, মমতা পুরনো মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন মন্ত্রিসভা গড়বেন বলে যে রটনা ছিল তাতে জল ঢেলে দেন মমতা স্বয়ং। বলেন, মন্ত্রিসভা যেমন ছিল তেমনই থাকবে।