অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানায় সিংহ নির্দিষ্ট স্থান ছেড়ে বেরিয়ে আসায় আতঙ্ক ছড়িয়েছে। অপ্রত্যাশিতভাবে নির্দিষ্ট স্থান থেকে ৫ সিংহ বেরিয়ে পড়ে। পরে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন চিড়িয়াখানার নির্বাহী পরিচালক সিমন ডাফি।
তিনি জানান, সিংহগুলো তাদের প্রদর্শনস্থলের কাছেই ছোট একটি স্থানে প্রবেশ করেছিল। যার ১০০ মিটার কাছেই ছিল অতিথিরা। সঙ্গে সঙ্গেই অ্যালার্ম বাজিয়ে সবাইকে সতর্ক করা হয়।
চারটি সিংহের মধ্যে একটি প্রাপ্তবয়স্ক ও চারটি শাবক। সিডনির তারোঙ্গা চিড়িয়াখানায় স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।
এই ঘটনা কীভাবে ঘটেছে তার ব্যাখ্যা পাওয়া যায়নি। একজন মুখপাত্র জানান, এই ঘটনায় কেউ আহত হয়নি। কয়েক মিনিটের মধ্যেই তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।