English

24 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

১৫ অক্টোবর পাকিস্তানে ফিরতে পারেন নওয়াজ শরিফ

- Advertisements -

চলতি বছরের ১৫ অক্টোবর পাকিস্তানে ফিরতে পারেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের সুপ্রিমো যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে পাকিস্তানের লাহোরে পৌঁছাবেন।

দলীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সামা টিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, নওয়াজ শরিফ বিশেষ ফ্লাইটের পরিবর্তে যাত্রীবাহী সাধারণ উড়োজাহাজে করে পাকিস্তানে ফিরবেন।

পাকিস্তানে ফেরা উপলক্ষে সংবর্ধনা আয়োজনের জন্য পিএমএল-এনের কেন্দ্রীয় নেতৃত্বকে দায়িত্ব দিয়েছেন নওয়াজ শরিফ।

সংবর্ধনায় সর্বাধিকসংখ্যক লোক জড়ো করার জন্য দলের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

পিএমএল-এনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ এই সংবর্ধনাসংক্রান্ত বিষয়গুলোর তদারক করছেন।

পিএমএল-এন নেতা সাইফ-উল-মুলুক খোখার বলেছেন, নওয়াজ শরিফকে ১০ লাখ মানুষ বিমানবন্দরে স্বাগত জানাবেন।

উল্লেখ্য, একটি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হন নওয়াজ শরিফ। এরপর ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। কিন্তু আর দেশে ফেরেননি নওয়াজ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন