হোলির আগে রং মাখতে না চাওয়ায় এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে ভারতের রাজস্থানে। পুলিশ জানিয়েছে, গত বুধবার দৌসার রালওয়াস গ্রামে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, হংসরাজ নামে ২৫ বছর বয়সী এক যুবক স্থানীয় গ্রন্থাগারে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আশোক, বাবলু ও কালুরাম নামে তিন ব্যক্তি সেখানে গিয়ে তাকে হোলির রং মাখাতে চান। কিন্তু হংসরাজ এতে রাজি না হওয়ায় তারা তাকে লাথি মারেন এবং বেল্ট দিয়ে বেধড়ক মারধর করেন।
একপর্যায়ে এক অভিযুক্ত তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দিনেশ আগরওয়াল।