ওই প্রতিবেদনে জানানো হয়েছে যে, গত মাসে গাজার শাতি শরণার্থী শিবিরের কাছে কমপক্ষে পাঁচটি পাম্প স্থাপণ করেছে ইসরায়েলি বাহিনী। গত সপ্তাহেই এই পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।
এদিকে গাজার দক্ষিণাঞ্চল থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেখানে হামাসের বিরুদ্ধে অভিযান আরও বাড়ানো হচ্ছে। খান ইউনিসের উত্তর এবং মধ্যাঞ্চলের ছয়টি এলাকা মিলে প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষের বসবাস। এই বিপুল সংখ্যক লোকজনকে দ্রুত এসব এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা পূর্বাঞ্চলে বেশ কিছু ইসরায়েলি ট্যাংক দেখতে পেয়েছেন। অপরদিকে একটি স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে হতাহত লোকজনের সংখ্যা বাড়ছে।
গাজা সিটির একটি বেনামি সূত্র জানিয়েছে, সেখানে দুটি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় ৫০ জন নিহত হয়েছে। এর আগে গাজার উত্তরাঞ্চল থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। সে সময় গাজার ২৩ লাখের মধ্যে বেশির ভাগ মানুষই দক্ষিণাঞ্চলে আশ্রয় নিয়েছিল। এখন আবার তাদের দক্ষিণাঞ্চল থেকেও সরে যেতে বলা হচ্ছে। দিনের পর দিন এভাবে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়াচ্ছেন তারা।