জুন থেকে ‘নিখোঁজ’ থাকা রুশ জেনারেল সের্গেই সুরোভিকিনের একটি ছবি ভাইরাল হয়েছে। অনলাইনে তার এই ছবি নিয়ে শুরু হয়েছে আলোচনা। জুনে ভাড়াটে সেনাদল ওয়াগনারের বিদ্রোহের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনির ঘনিষ্ঠ বলে মনে করা হয় সের্গেই সুরোভিকিনকে। গত মাসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রিগোজিনি। এরপর সুরোভিকিনের এই ছবি নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।
বিবিসি এই ছবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। ছবিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি লালচুলের একজন নারীর হাত ধরে হাঁটছেন। তার চোখে চশমা ছিল। নারীর চেহারা সুরোভিকিনের স্ত্রীর মতো।
টেলিগ্রামে আরেকটি পোস্টে রুশ সাংবাদিকক অ্যালেক্সেই ভেনেদিকতোভ বলেন, জেনারেল সুরোভিকিন তার বাড়িতে পরিবারের সঙ্গে আছেন। তিনি ছুটিতে আছেন এবং প্রতিরক্ষ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন।