স্বামীকে হত্যার দায়ে ইরানে তিন নারীর ফাঁসি কার্যকর করা হয়েছে।
ইরান হিউম্যান রাইটসের বরাত দিয়ে শুক্রবার (২৯ জুলাই) বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৭ জুলাই পৃথক কারাগারে ওই তিন নারীকে ফাঁসি দেওয়া হয়। দেশটিতে চলতি বছর এ পর্যন্ত অন্তত ১০ নারীকে ফাঁসি দেওয়া হয়।
ফাঁসি দেওয়ার ওই তিন নারীর মধ্যে একজন সোহেলা আবাদি। মাত্র ১৫ বছর বয়সে তার বিয়ে হয়। বিয়ের ১০ বছর পর স্বামীকে হত্যা করেন সোহেলা। বাকি দুই নারীকেও স্বামী হত্যার দায়ে ফাঁসি দেওয়া হয়।
উল্লেখ্য, ইরানের নারীরা চাইলেই বিবাহবিচ্ছেদ করতে পারেন না। এমনকি নির্যাতনের শিকার হলেও নারীরা বিচ্ছেদ চাইতে পারেন না।
ইরানে দিন দিন মৃত্যুদণ্ড কার্যকর বাড়ছে। মৃত্যুদণ্ডের বিষয়ে প্রকাশ্য ঘোষণা কম দেওয়ায় এর সঠিক সংখ্যাও পাওয়া সম্ভব হয় না। তবে অন্য দেশের তুলনায় ইরান অনেক বেশি নারীকে ফাঁসি দেওয় হয়। এর মধ্যে বেশির ভাগই স্বামী হত্যার দায়ে অভিযুক্ত।