গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কি। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে হানা দেওয়ার পর ওলেনা জেলেনস্কি দ্বিতীয়াবারের মতো জনসম্মুখে কথা বললেন। এ সময় তার পাশে স্বামী ভলোদিমির জেলেনস্কিও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকারে তিনি ২৪ ফেব্রুয়ারির উদ্বেগ এবং স্তব্ধতা বর্ণনা করেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ সত্ত্বেও স্বামী জেলেনস্কিকে তার কাছ কেউ নিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
ওলেনা জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রতিটা পরিবারের মতো তাদের পরিবারও যুদ্ধের কারণে বিচ্ছিন্ন। যুদ্ধের এই সময় স্বামী জেলেনস্কি কাজ নিয়ে ব্যস্ত জানিয়ে তিনি বলেন, আমরা পরিবারের সদস্যরা অধিকাংশ সময়ই তার কোনো দেখা পায় না।
আড়াই মাস যাবত স্বামী জেলেনস্কির সঙ্গে এক মুহূর্তের জন্য দেখা হয়নি উল্লেখ করে তিনি বলেন, কেবল তার সঙ্গে ফোনে কথা বলেছি। এখন খুব অল্প কিছু উপলক্ষে তার সঙ্গে দেখা হয়। সাক্ষাৎকার উপলক্ষে জেলেনস্কির দেখা পেয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ওলেনা জেলেনস্কি যুদ্ধ শুরুর দিনের স্মৃতিচারণ করেন।