পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান তার স্ত্রী বুশরা বিবির বান্ধবী ও ঘনিষ্ঠ সহযোগী ফারাহ খানকে ‘পুরোপুরি নিষ্পাপ’ বলে দাবি করেছেন। ফারাহ খানের বিরুদ্ধে চালু করা দুর্নীতি তদন্তকে রাজনৈতিক প্রতিহিংসা বলছেন ইমরান।
পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) বুশরার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন, অর্থ পাচার ও ব্যবসার নামে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট চালু করার বিষয়ে তদন্ত শুরু করেছে। বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছেন না ইমরান।
এনএবি এক বিবৃতিতে জানিয়েছে, ফারাহ খানের অ্যাকাউন্টে গেল তিন বছরে ৮৪ কোটি ৭০ লাখ রুপি লেনদেন হয়েছে। যা তার অ্যাকাউন্টের ধরনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ বিষয়ে ইমরান বলেন, ‘আমি এনএবির কাছে জানতে চাই, আপনারা ফারাহ খানের বিরুদ্ধে যে মামলা চালু করেছেন, এটা কী কাউকে দেখিয়েছেন, এই মামলার ভিত্তি কী?’
তিনি ফারাহ খানের সব ব্যবসা বৈধ দাবি করে বলেন, ‘সে পুরোপুরি নিষ্পাপ, আমি চাই তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক এবং একটি সঠিক শুনানি হোক।’
জানা গেছে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার আগেই বেশকিছু নগদ অর্থ সাথে নিয়ে পাকিস্তান ছেড়েছেন ফারাহ খান।