একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সৌদি আরবে। এদের মধ্যে সাতজন ইয়েমেনি ও একজন সিরিয়ান বলে জানা গেছে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বলা হয়েছে, সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগে এদের অধিকাংশের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে কেউ ইসলামিক স্টেট, কেউ আল-কায়েদা এবং কেউবা হুথি ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ছিল।
অভিযুক্তরা সৌদির গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা করেছিল এবং দেশের ভেতরে অবৈধ অস্ত্র আমদানি করেছিল। এছাড়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের অপরাধে কয়েক জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।