সুদানের রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদসহ কয়েকটি জায়গায় বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। কারণ দেশটির সেনাবাহিনীর কয়েকটি ইউনিটের সঙ্গে র্যাপিড সাপোর্ট ফোর্সেস নামে একটি প্যারামিলিটারি সেনাদলের সংঘর্ষ হচ্ছে।
খার্তুম বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানে গোলার আঘাত লাগলে দুজন নিহত হওয়ারও খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় টিভির সদর দপ্তর এলাকায়ও লড়াই হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফ দাবি করেছিল, তারা খার্তুম শহরের প্রেসিডেন্ট প্রাসাদ, বিমানবন্দর ও দেশটির আরও কয়েকটি প্রদেশের কিছু জায়গা দখল করে নিয়েছে। তবে এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।