English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

সিরিয়া ও ইরাকে তুরস্কের বিমান হামলা, নিহত ৪

- Advertisements -

তুরস্ক বিমান হামলা চালিয়েছে সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের পরিচালিত একটি বিদ্যুৎ কেন্দ্রে। এ হামলায় চার জন নিহত হয়েছেন। বুধবার চালানো হামলা সিরিয়ার হাসাকে প্রদেশের মালিকিয়ায় বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানে। এখানেই গত মাসে আইএসের সদস্যরা জেল ভাঙার চেষ্টা করে। সিরিয়ার পাশাপাশি ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলেও বিমান হামলা চালিয়েছে তুর্কি সেনারা।

তুরস্কের সীমানা সন্ত্রাসমুক্ত রাখতে অভিযান অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ওয়ার মনিটর জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্র লক্ষ করে চালানো হামলায় অন্তত চারজন ব্যক্তি নিহত হয়েছেন। যাদের মধ্যে রয়েছেন কেন্দ্রটির কর্মচারী ও কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সদস্যরা। এ হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। যার ফলে আশেপাশের কয়েকটি শহর ও গ্রামের মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েন।

এদিকে বুধবার তুরস্কের পক্ষ থেকে জানানো হয়, তাদের যুদ্ধবিমান ইরাক ও সিরিয়ায় কুর্দিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। কুর্দি যোদ্ধাদের সন্ত্রাসী ও জঙ্গি হিসেবে বিবেচনা করে থাকে তুরস্ক। ফলে তাদের লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় দেশটি। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুর্দিবিরোধী অভিযানে ৬০টি যুদ্ধবিমান অংশ নেয়। ছয়টি বিমান ঘাঁটি থেকে এ অভিযান চালানো হয়। সিরিয়া ও ইরাকে থাকা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ও সিরীয় কুর্দি ওয়াইপিজি জঙ্গি নির্মূল অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয় বলেও দাবি তুরস্কের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

নায়করাজ রাজ্জাকের ৮৩তম জন্মদিন

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন