সিরিয়ার ইদলিবে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরো ৩৪ জন। স্থানীয় একটি বাজারে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ওই এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
রবিবার জিসর আল শুগোর শহরের সবজি বাজারে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সিরিয়ান সিভিল ডিফেন্স। যা হোয়াইট হেলমেট নামেও পরিচিত।
স্থানীয় পর্যবেক্ষকরা জানিয়েছে, রাশিয়ার একটি বিমান ওই পাহাড়ি অঞ্চলের পাঁচটি হামলা চালায়। এরপরই সবজির বাজারে বোমা ফেলে একটি সুখোই-৩৪ বিমান।
সবজি বিক্রেতা রেদা হেসিদ বলেছেন, বাজারে কাজের সময় হঠাৎ করেই এই হামলাটি চালানো হয়। আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করে। রক্তস্রোত বয়ে যায়।
আর হোয়াইট হেলমেট জানিয়েছে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় আকস্মিকভাবেই রাশিয়ার হামলার পরিমাণ বেড়েছে।