করোনা আক্রান্ত হয়েছেন মার্কিন গোয়েন্দা বাহিনী সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস। তিনি মৃদু উপসর্গে আক্রান্ত। এ কারণে নিজ বাসভবন থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন। সিআইএ-এর এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে এবিসি নিউজ।
গণমাধ্যমটি জানিয়েছে, করোনা টিকার দুই ডোজ নেওয়ার পর বুস্টার ডোজও নিয়েছিলেন সিআইএ প্রধান। এরপরও তিনি আক্রান্ত হলেন। এদিকে, উইলিয়াম বার্নস করোনায় আক্রান্ত হওয়ার আগে স্থানীয় সময় গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে। যদিও তারা শারীরিক দূরত্ব মেনে বৈঠকে অংশ নেন।
ওয়ার্ল্ডোমিটারস এর সর্বশেষ তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট ৮ কোটি ১৭ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ৭ হাজার ৩২০ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৬ কোটি ৫২ লাখেরও বেশি মানুষ।