English

21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

সামরিক শক্তিতে কোন দেশ সবচেয়ে এগিয়ে?

- Advertisements -

ওয়ারফেয়ার হিস্ট্রি নেটওয়ার্কের তথ্যমতে, ২৩৪০ খ্রিস্টপূর্বাদে বিশ্বের প্রথম পেশাদার সামরিক বাহিনী তৈরি করা হয়েছিল। যা তৈরি করেছিলেন আক্কাদিয়ান সাম্রাজ্যের প্রথম শাসক সারগন, যিনি সারগন দ্য গ্রেট নামেও পরিচিত। সারগন সেনাবাহিনীর আধুনিকীকরণে অনেক পদক্ষেপই নিয়েছিলেন। কিন্তু সারগন যা করেছিলেন তার বাইরেও সামরিক বাহিনী বিস্তৃত হয়েছে, যা এখন সারা বিশ্বে বিদ্যমান।

সবাই নিজের দেশকে রক্ষা করতে সামরিক বাহিনী তৈরি করে। তবে পৃথিবীর সব সামরিক বাহিনীর মধ্যে সবচেয়ে বড় কোনটি?
স্ট্যাটিস্টার তথ্যমতে, সক্রিয় কর্মীদের ওপর ভিত্তি করে বৃহত্তম সামরিক বাহিনী রয়েছে চীনে। ২০২২ সাল পর্যন্ত চীনের ২০ লাখ সক্রিয় সামরিক কর্মী রয়েছে।
  • সক্রিয় কর্মীদের ওপর ভিত্তি করে শীর্ষ ১০টি বৃহত্তম সামরিক বাহিনী রয়েছে যেসব দেশে :

১. চীন – ২০ লাখ
২. ভারত – ১৪ লাখ ৫০ হাজার
৩. যুক্তরাষ্ট্র – ১৩ লাখ ৯০ হাজার
৪. উত্তর কোরিয়া – ১২ লাখ
৫. রাশিয়া – ৮ লাখ ৫০ হাজার
৬. পাকিস্তান – ৬ লাখ ৪০ হাজার
৭. ইরান – ৫ লাখ ৭৫ হাজার
৮. দক্ষিণ কোরিয়া – ৫ লাখ ৫৫ হাজার
৯. ভিয়েতনাম – ৪ লাখ ৭০ হাজার
১০. মিসর – ৪ লাখ ৫০ হাজার

চীনে সক্রিয় বৃহত্তম সামরিক বাহিনী থাকলেও সম্মিলিত সক্রিয় কর্মী এবং সংরক্ষণের ভিত্তিতে তারা পিছিয়ে আছে। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর তথ্য অনুসারে, ভিয়েতনামে সবচেয়ে বেশি সক্রিয় দায়িত্বরত এবং সংরক্ষিত কর্মী রয়েছে, যার সংখ্যা ৫৪ লাখ ৮২ হাজার জন।

  • সক্রিয় কর্মী এবং রিজার্ভের ওপর ভিত্তি করে শীর্ষ ১০টি বৃহত্তম সামরিক বাহিনী রয়েছে যেসব দেশে :

১. ভিয়েতনাম – ৫৪ লাখ ৮২ হাজার
২. দক্ষিণ কোরিয়া – ৩৬ লাখ ৯৯ হাজার
৩. চীন – ৩৩ লাখ ৫৫ হাজার
৪. রাশিয়ান ফেডারেশন – ৩০ লাখ ১৪ হাজার
৫. ভারত – ২৬ লাখ ১০ হাজার ৫৫০
৬. যুক্তরাষ্ট্র – ২২ লাখ ৩৩ হাজার ৫০
৭. উত্তর কোরিয়া – ১৮ লাখ ৮০ হাজার
৮. তাইওয়ান – ১৮ লাখ ২০ হাজার
৯. ব্রাজিল – ১৭ লাখ ৬ হাজার ৫০০
১০. পাকিস্তান – ১২ লাখ ৪ হাজার

এদিকে সামরিক বাহিনীর জন্য বাজেট বরাদ্দের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। স্ট্যাটিস্টার মতে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সামরিক বাজেট বরাদ্দ করেছে, যার পরিমাণ ৮০১ বিলিয়ন ডলার।

  • মার্কিন ডলারে শীর্ষ ১০টি বৃহত্তম সামরিক বাজেট :

১. যুক্তরাষ্ট্র – ৮০১ বিলিয়ন
২. চীন – ২৯৩ বিলিয়ন
৩. ভারত – ৭৬.৬ বিলিয়ন
৪. যুক্তরাজ্য – ৬৪.৪ বিলিয়ন
৫. রাশিয়া – ৬৫.৯ বিলিয়ন
৬. ফ্রান্স – ৫৬.৬ বিলিয়ন
৭. জার্মানি – ৫৬ বিলিয়ন
৮. সৌদি আরব – ৫৫.৬ বিলিয়ন
৯. জাপান – ৫৪.১ বিলিয়ন
১০. দক্ষিণ কোরিয়া – ৫০.২ বিলিয়ন

স্ট্যাটিস্টার মতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে যুক্তরাষ্ট্রের। স্ট্যাটিস্টা ৫০টি সূচক ব্যবহার করে প্রতিটি দেশের সামরিক বাহিনীকে স্কোর দিয়েছে।

  • জানুয়ারি ২০২২-এর হিসাব অনুসারে শীর্ষ আটটি সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হলো :

১. যুক্তরাষ্ট্র
২. রাশিয়া
৩. চীন
৪. ভারত
৫. জাপান
৬. দক্ষিণ কোরিয়া
৭. ফ্রান্স
৮. যুক্তরাজ্য

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

চেনা ছন্দে আসিফ

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন