‘ভারতের মুম্বাইয়ের প্রবল যানজট বাড়াচ্ছে বিহাব বিচ্ছেদের প্রবণতা’। এমনটাই দাবি, দেশটির মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীসের স্ত্রী অমৃতার। তার দাবি, ভারতের এই বাণিজ্যিক রাজধানীতে অন্তত ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদের কারণ যানজট।
অমৃতা বলেন, ‘একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এ কথা বলছি। বাইরে বেরোলেই রাস্তায় গর্ত, যানজটসহ বেশকিছু সমস্যা দেখতে পাই। যানজটের কারণে মুম্বাইয়ের নাগরিকরা তাদের পরিবারকে সময় দিতে পারেন না এবং এরই জেরে ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদ হয়।’
শিবসেনা-এমসিপি-কংগ্রেস জোট সরকারের সময় মুম্বাই তথা মহারাষ্ট্রের রাস্তাঘাটের বেহাল দশা হয়েছে বলে ইঙ্গিত করেই এমন মন্তব্য মহারাষ্ট্রের বিরোধী দলনেতা দেবেন্দ্রর স্ত্রী অমৃতার। যদিও তার এমন মন্তব্যের পেছনে রাজনীতি নেই বলে দাবি করে অমৃতা বলেন, ‘ভুলে যান আমি সাবেক মুখ্যমন্ত্রীর স্ত্রী।
একজন সাধারণ নারী হিসেবে এটাই আমার অভিজ্ঞতা।’ অমৃতার ওই মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতির বিতর্ক। শিবসেনার রাজ্যসভা সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী অমৃতার নাম না করে টুইটারে লেখেন, ‘দিনের সেরা কুযুক্তি দেওয়ার পুরস্কার সেই নারী পাবেন যিনি বলেন, ‘৩ শতাংশ মুম্বাইবাসী রাস্তায় যানজটের কারণে বিবাহ বিচ্ছেদ করছেন! বিচ্ছেদে মনোনিবেশ না করে বরং একটু ছুটি নিন।’