ইকুয়েডরে মাদক সংশ্লিষ্ট সহিংসতা বেড়ে যাওয়ায় তিন প্রদেশে দুই মাসের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় টিভিতে দেশটির প্রেসিডেন্ট গুইলেরমো লাসোর বক্তৃতা প্রচারিত হয়। সেখানে তিনি জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।
ইকুয়েডরের গুয়ায়েস, মানাবি ও এসমেরালডাস প্রদেশে এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। জরুরি অবস্থা কার্যকরে ৯০০০ পুলিশ ও সৈন্য মোতায়েন করা হবে। নির্দিষ্ট এলাকায় রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
সহিংসতা প্রতিরোধে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন লাসো। গত বছর থেকে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সহিংসতা বেড়েছে।
লাসো সরকারের দাবি, মাফিয়ারা যুক্তরাষ্ট্র ও ইউরোপে মাদক পাচারে ট্রানজিট হিসেবে ইকুয়েডরকে ব্যবহার করে। তারাই এসব সহিংসতার জন্য দায়ী।