সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে ভিয়েতনামের আদালত একজন শীর্ষস্থানীয় সাংবাদিককে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সরকারি গণমাধ্যম এ খবর জানিয়েছে।
হুই ডাক ভিয়েতনামের সবচেয়ে জনপ্রিয় ব্লগার। এর আগে তিনি রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদপত্রে কাজ করতেন। তিনি প্রায়শই দুর্নীতি, মিডিয়া নিয়ন্ত্রণ এবং চীনের সঙ্গে সম্পর্কিত দেশটির কমিউনিস্ট নেতাদের সমালোচনা করতেন।
ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, হ্যানয়ের একটি আদালত ৬৩ বছর বয়সী এই সাংবাদিককে ফেসবুকে ১৩টি নিবন্ধ পোস্ট করে ‘রাষ্ট্রের স্বার্থ লঙ্ঘন এবং গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।’ খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, ‘এই নিবন্ধগুলোতে প্রচুর পরিমাণে মিথস্ক্রিয়া সৃষ্টি, মন্তব্য এবং শেয়ার করা হয়েছে, যা সামাজিক শৃঙ্খলা এবং নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।’
গত জুনে গ্রেপ্তারের কিছুক্ষণ আগে ওই সাংবাদিক অনলাইনে ভিয়েতনামের সবচেয়ে শক্তিশালী নেতা টো লাম এবং তার পূর্বসূরি নগুয়েন ফু ট্রংকে ফেসবুকে কটাক্ষ করে মন্তব্য লিখেছিলেন।
একদলীয় রাষ্ট্র ভিয়েতনামে কোনো মুক্ত গণমাধ্যম নেই এবং যে কোনো ভিন্নমত পোষণকারীদের কঠোরভাবে দমন করা হয়। মুক্ত গণমাধ্যম প্রচারণা গোষ্ঠী রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)-এর মতে, এটি বিশ্বের শীর্ষ ‘সাংবাদিকদের কারাগারের’ মধ্যে একটি।