শ্রীলংকার রাজধানী কলম্বোর হোস্টেলে দুই বিদেশি নারী অসুস্থবোধ করার পর মৃত্যুবরণ করেছেন৷ তাদের রুমে ছেটানো কীটনাশকের কারণে এই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে৷
লংকান কর্তৃপক্ষ অনুসন্ধান করে দেখছে যে দুই নারীর মৃত্যুর সঙ্গে ৩০ জানুয়ারি তাদের রুম পরিষ্কার করার সময় ছেটানো কীটনাশকের কোনো সম্পর্ক আছে কি না৷
শনিবার দেশটির পুলিশ জানিয়েছে, কলম্বোর হোস্টেলে অসুস্থবোধ করার পর তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল৷ তাদের একজন ২৪ বছর বয়সি ব্রিটিশ নাগরিক এবং অন্যজন ২৬ বছর বয়সি জার্মান নাগরিক৷ এই দুই নারীর মৃত্যুর কারণ সনাক্তে তদন্ত শুরু করা হয়েছে৷
ডয়চে ভেলে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ নারী এবনি মেকিনটোশের পরিবার জানিয়েছে মৃত্যুর আগে তার বমি হয়েছিল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল৷ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পহেলা ফেব্রুয়ারি মেকিনটোশের মৃত্যু হয়৷ তাকে সেদিনই হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷
জার্মান নারীর আরো পরে মৃত্যু হয়৷ এক জার্মান পুরুষের সঙ্গে একটি হোটেল ছিলেন তিনি৷ সেই পুরুষ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন৷
মৃত্যুর কারণ কী হতে পারে?
শ্রীলংকা কর্তৃপক্ষ অনুসন্ধান করে দেখছে, দুই নারীর মৃত্যুর সঙ্গে ৩০ জানুয়ারি তাদের রুম পরিষ্কার করার সময় ছেটানো কীটনাশকের কোনো সম্পর্ক আছে কি না৷ পুলিশ মনে করছে রুমগুলোতে ছারপোকা এবং অন্যান্য কীটপতঙ্গ নিয়ন্ত্রণে বিষাক্ত কীটনাশক ছেটানো হয়েছিল৷তবে খাদ্যে বিষক্রিয়ার কারণেও তাদের মৃত্যু হয়ে থাকতে পারে৷
এবনি মেকিনটোশের পরিবার শ্রীলংকায় গিয়ে তার মৃতদেহ যুক্তরাজ্যে ফিরিয়ে আনতে অনলাইনে তহবিল সংগ্রহ শুরু করেছে৷ গোফান্ডমি পাতায় এসংক্রান্ত পোস্টে লেখা হয়েছে, আমাদের তার সঙ্গে থাকা দরকার এবং তাকে নিরাপদে ফিরিয়ে আনতে হবে৷