English

17 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
- Advertisement -

শেষ পর্যন্ত দিদির মুখে হাসি ফোটাতে পেরেছি: তৃণমূলের তারকা প্রার্থী লাভলি

- Advertisements -

বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণে জিতলেন তৃণমূলের তারকা প্রার্থী লাভলি মৈত্র। এই আসনে বিজেপির তরফে ছিলেন অঞ্জনা বসু। অন্য দিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়ান সিপিআইয়ের শুভম বন্দ্যোপাধ্যায়।

বিজয় অর্জনের পর লাভলি মৈত্র গণমাধ্যমকে বললেন, শেষ পর্যন্ত দিদির মুখে হাসি ফোটাতে পেরেছি। স্থানীয় দলীয় কর্মীদের মুখে হাসি ফোটাতে পেরেছি। এই জয়ের ফলে আমার এলাকার সব মানুষের কাছে আমি কৃতজ্ঞ।

তিনি বলেন, শ্যুটিং ফ্লোরের সংলাপ আর অভিনয়ের জীবন ছেড়ে নিজের রাজ্য আর তার মানুষকে চেনার এমন সুযোগ আর পাব না। ভালো একটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম। মানুষের কাছে গিয়েছি। মানুষ সাড়া দিয়েছেন। ভেবেছিলাম, সবাই বোধহয় অভিনেত্রী লাভলি মৈত্রকে দেখতে আসছেন। পরে মনে হচ্ছিল, ওরা আমায় প্রার্থী হিসেবেও ভরসা করছেন। যেভাবে মুখ্যমন্ত্রী আমায় ভরসা করে প্রার্থী মনোনীত করেছিলেন। যদিও নির্বাচনের দিন ২-১টি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেই ভরসা ভাঙার চেষ্টা করেছিল বিজেপি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন