ভারতের হরিয়ানা রাজ্যে সুপ্রিয়া নামে শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীর দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রকাশিত ফলাফলে গণিত বিষয়ে সে পেয়েছিল মাত্র ২। তবে খাতা পুনর্মূল্যায়নের পর সুপ্রিয়া ১০০ তে ১০০ পেয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
আংশিক দৃষ্টি প্রতিবন্ধী সুপ্রিয়া বলেন, ‘আমাকে গণিত পরীক্ষায় ২ নম্বর দেওয়া হয়েছিল। আমি এতে হতবাক হয়েছিলাম এবং কষ্ট পাই। আমার বাবা পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন এবং পুনরায় মূল্যায়নের পরে আমি ১০০ নম্বর পেয়েছি। আমি বোর্ডের কাছে দাবি জানাই যে অন্য কোনো শিক্ষার্থীর সঙ্গে যেন এমন ঘটনা আর না ঘটে।’
সুপ্রিয়ার বাবা ছাজমুরম জানান, তার মেয়ে সব বিষয়ে ৯০ এর বেশি নম্বর পেয়েছে, তবে গণিতে মাত্র ২ পেয়েছিল। এটা অস্বাভাবিক মনে হওয়ায় তিনি খাতা পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন