English

32 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
- Advertisement -

লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিন ডুবি, ৬ জনের মৃত্যুর আশঙ্কা

- Advertisements -

লোহিত সাগরে মিশরের উপকূলে একটি পর্যটকবাহী সাবমেরিন ডুবে গেছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া নয়জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে উপকূল থেকে প্রায় ০.৬ মিটার (১ কিমি) দূরে এ ঘটনা ঘটে। সাবমেরিনটিতে ৪০ জনের মত পর্যটক ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, পর্যটকবাহী সাবমেরিনটির নাম সিন্দবাদ। বন্দরের কাছেই এটি ডুবে গেছে। প্রমোদতরীটি বহু বছর ধরে হুরঘাদা এলাকায় পর্যটকদের ভ্রমণের জন্য পরিচালনা হয়ে আসছে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

মিশরের লোহিত সাগর উপকূলে পর্যটক দুর্ঘটনার ঘটনা এটিই প্রথম নয়। গত নভেম্বরে সি স্টোরি নামে একটি প্রমোদতরী ডুবে যায়। ওই ঘটনায় ১১ জন মারা যায়। যার মধ্যে একজন ব্রিটিশ দম্পতিও ছিলেন। এছাড়া ৩৫ জনকে উদ্ধার করা হয়। এদিকে, মিশরে অবস্থিত রাশিয়ান দূতাবাস জানিয়েছে, সাবমেরিনটিতে থাকা সব পর্যটকই রাশিয়ান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন