জার্মানির সম্প্রচারমাধ্যম আরটিএলে বন্যার খবর নিয়ে প্রতিবেদন করতে গিয়েছিলেন এক সাংবাদিক। পরিষ্কার কাপড়ে লাইভে যেতে লজ্জা করায় লাইভে যাওয়ার আগে কাপড়ে কাদা মাখিয়ে নেন তিনি। সুসানা ওহলিন (৩৯) নামের ওই সাংবাদিক গত সপ্তাহে জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার ব্যাড মনস্টেরিফেলে লাইভ করতে গিয়েছিলেন।
আরটিএলের গুড মর্নিং জার্মানি অনুষ্ঠানের লাইভ শুরুর আগে উদ্ধার কাজে সহায়তার করছিলেন বলে দাবি করেছেন সুসানা। কিন্তু লাইভে যাওয়ার আগে পরিষ্কার কাপড়ে ক্যামেরার সামনে দাঁড়াতে তার লজ্জা লাগছিল। তাই কোনোকিছু না ভেবেই তিনি কাপড়ে কাদা মাখিয়ে নেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন সুসানা।তিনি যখন তার কাপড় আর হাতে কাদা মাখাচ্ছিলেন তখন পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তি সেই ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়। ভিডিওটি আরটিএল কর্তৃপক্ষের নজরে আসলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
তিনি মারাত্মক ভুল করেছেন বলে বিবৃতিতে বলেন সুসানা।