এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে ঘটনাটি ঘটেছে ১৬ জানুয়ারি। ভুক্তভোগী গ্রাহকদের একজন সিস্টার উকং। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁটিতে খাবার খেতে গিয়েছিলেন তিনি। একপর্যায়ে রেস্তোরাঁটির একজন খাবার পরিবেশক একটি বোতল নিয়ে আসেন। বোতলটিতে ফলের জুসের বদলে ছিল তরল ডিটারজেন্ট।
ভুক্তভোগী নারী এক ভিডিওতে দাবি করেছেন, ফলের জুস হিসেবে যে পানীয় তাদের টেবিলে পরিবেশন করা হয়েছিল, তার স্বাদ ছিল অদ্ভুত। জুস পরিবেশনের ক্ষেত্রে ভুল হয়েছে বুঝতে পেরে সাতজনকেই একটি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তাদের পাকস্থলী পরিষ্কার করা হয়।
রেস্তোরাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, খাবার পরিবেশক এক নারীর ভুলে এমনটি হয়েছে। ওই নারীর চোখে সমস্যা রয়েছে।
পুলিশ বলছে, গ্রাহকদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল। তারা পরবর্তী সময়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করবেন।