English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

রেস্তোরাঁয় ফলের জুসের পরিবর্তে দেওয়া হলো তরল ডিটারজেন্ট

- Advertisements -
চীনের একটি রেস্তোরাঁয় ফলের জুসের পরিবর্তে তরল ডিটারজেন্ট পরিবেশনের অভিযোগ উঠেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় সাত গ্রাহককে হাসপাতালে নিয়ে গিয়ে পাকস্থলী পরিষ্কার করা হয়েছে।
Advertisements

এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে ঘটনাটি ঘটেছে ১৬ জানুয়ারি। ভুক্তভোগী গ্রাহকদের একজন সিস্টার উকং। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁটিতে খাবার খেতে গিয়েছিলেন তিনি। একপর্যায়ে রেস্তোরাঁটির একজন খাবার পরিবেশক একটি বোতল নিয়ে আসেন। বোতলটিতে ফলের জুসের বদলে ছিল তরল ডিটারজেন্ট।

ভুক্তভোগী নারী এক ভিডিওতে দাবি করেছেন, ফলের জুস হিসেবে যে পানীয় তাদের টেবিলে পরিবেশন করা হয়েছিল, তার স্বাদ ছিল অদ্ভুত। জুস পরিবেশনের ক্ষেত্রে ভুল হয়েছে বুঝতে পেরে সাতজনকেই একটি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তাদের পাকস্থলী পরিষ্কার করা হয়।

রেস্তোরাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, খাবার পরিবেশক এক নারীর ভুলে এমনটি হয়েছে। ওই নারীর চোখে সমস্যা রয়েছে।

পুলিশ বলছে, গ্রাহকদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল। তারা পরবর্তী সময়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করবেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন