English

17 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
- Advertisement -

রেইনবো টি-শার্ট পরায় কাতারে মার্কিন সাংবাদিক আটক

- Advertisements -

মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিক গ্রান্ট ওয়াহল সমকামীদের সমর্থনে রেইনবো তথা সাতরঙা টি-শার্ট পরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও ওয়েলসের মধ্যকার ম্যাচ কাভার করতে। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে মাঠে প্রবেশ করতে দেয়নি। তাকে তারা স্পষ্ট জানিয়ে দেয়, ‘আপনাকে আপনার টি-শার্ট চেঞ্জ করে আসতে হবে। এই ধরনের শার্ট এখানে অনুমোদিত না।’

ওয়াহল এরপরও চেষ্টা করতে থাকেন মাঠে প্রবেশ করার। এরপর নিরাপত্তারক্ষীরা তার কাছ থেকে ফোন কেড়ে নেন। এবং তাকে প্রায় আধাঘণ্টার মতো আটকে রাখে। এই সময়ে তারা তাকে চাপ দিতে থাকেন শার্ট চেঞ্জ করার জন্য। অবশ্য ২৫ মিনিট পর তাকে ছেড়ে দেওয়া হয় এবং রেইনবো টি-শার্ট পরেই তিনি মিডিয়া সেন্টারে প্রবেশ করেছেন বলে দাবি করেন। এমনকি তিনি কাভার করেন যুক্তরাষ্ট্র বনাম ওয়েলসের ম্যাচও।

ম্যাচ শেষ করে তিনি আরও জানান, ‘ফিফা ও যুক্তরাষ্ট্র ফুটবল দলের প্রতিনিধিরা আমাকে জানিয়েছেন বিশ্বকাপ চলাকালে জনসম্মুখে রেইনবো শার্ট কিংবা রেইনো ফ্ল্যাগ নিয়ে হাঁটা দোষের কিছু না। কিন্তু সমস্যা হচ্ছে এই বিশ্বকাপ তাদের নিয়ন্ত্রণে নেই। এটার আয়োজক কাতার, তারাই এগুলো নিয়ন্ত্রণ করছে।’

উল্লেখ্য, কাতারের আইনে সমকামিতা সম্পূর্ণ নিষিদ্ধ। সে কারণে ফিফা আগেই জানিয়ে দিয়েছিল সমকামীদের পক্ষ নিয়ে প্রকাশ্যে কিছু করা, তাদের প্রশ্রয় দেওয়া কিংবা তাদের পক্ষ নিয়ে পরিধান করা যাবে না।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন