রাশিয়ায় বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ড হয়েছে। এতে আবারও বিক্ষোভ করেছে তার সমর্থকরা। বিক্ষোভ দমাতে মঙ্গলবার প্রায় ১৪০০ মানুষকে আটক করা হয়েছে। খবর বিবিসির।
মস্কোতে দাঙ্গা পুলিশকে বিক্ষোভকারীদের পেটাতে দেখা গেছে।
স্থগিত সাজার শর্ত লঙ্গনের দায়ে নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ড হয়েছে। তবে নাভালনির দাবি এর সবই অতিরঞ্জিত। গত বছরের আগস্টে রাশিয়ায় নাভালনিকে নার্ভ এজেন্ট বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে গত জানুয়ারিতে রাশিয়ায় ফেরেন নাভালনি। রাশিয়ায় বিমানবন্দরে নামার পরই আটক হন তিনি।