রাজধানী কিয়েভে রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের ‘রেডিও লিবার্টির’ নারী সাংবাদিক ভেরা গিরিচ নিহত হয়েছেন।
রেডিও লিবার্টির জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় নিজের বাড়িতেই ছিলেন গিরিচ। তিনি সহকর্মীদের কাছে মেধাবী, দয়ালু ও সত্যিকারের পেশাদার মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
তার এক সহকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘একজন সুন্দর মানুষ চলে গেলেন।’
কিয়েভের মেয়র ওই এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পর একটি মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছেন। তবে তিনি গিরিচের পরিচয় নিশ্চিত করেননি।